‘‘আমাকে এক ছটাক দুঃখ দাও।
না না ভিক্ষা চাইছি না
বিনিময়ে দেবো কিছু।’’
‘‘কি?’’
‘‘আমার নিখুঁত পৃথিবী।
মহাশূন্য থেকে উপড়ে আনা
জীবনের জলছবি।’’


‘‘আমাকে এক বিঘত জমি দাও।
শুধ দিতেই হবে না,
বিনিময়ে তুমিও পাবে।’’
‘‘কি?
‘‘মরুতে উদ্যানের মতো ছায়া
চাষাবাদের পর
ভালোবাসার অনন্ত ছায়াবীথি।’’


ঁঁঁ


বত্রিশ ইঞ্চি কবর আমার
দুই ইঞ্চি ঘাসে
মাস পেরোলেই বৃষ্টি দিও    নেয়ে,


কবর থেকে ঝরণা হয়ে
ঘাসের পায়ের নিচে
নদীর মতো ছড়িয়ে যাবো    মেয়ে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৭ সেপ্টেম্বর ২০১৫; বৃহস্পতিবার; ০২ আশ্বিন ১৪২২//ঢাকা।