তাঁবুর ভিতরে আছে
গঙ্গোত্রী হিমবাহ,
তুমি জানো না।
শুধু-
মোমবাতি জ্বালাতে হবে
সমানের পৈঠায়,
তার তাপেই ছুটবে গঙ্গা।


জানি তুমি বরফ টুপী পরে
সেই কবে থেকে বসে
অপেক্ষায়, নারী।
শুধু-
একটু উত্তাপ দিতে হবে
অানাচে-কানাচে, উঠোনে,
আর একবারে
গোলাপের বাগানে।


টুপী খসে গঙ্গোত্রী
আর প্রসবিনী গঙ্গা।


ঁঁঁ


আঁট-সাট জামা পরিয়ে, আমাকে
প্রতিদিন ঘি-মধু খাওয়াও।
কী ষড়যন্ত্র তোমার!


একদিন জামা ছিঁড়ে বেরোব যখন
চোখ  থেকে ঝরবে আগুন। জানো কি?
পুড়ে যাবে শষ্য খামার।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৮ সেপ্টেম্বর ২০১৫; শুক্রবার; ০৩ আশ্বিন ১৪২২//ঢাকা।