জন্মান্ধ


আকাশ থেকে পেড়ে আনা
এক মুঠো লালাভ সন্ধ্যা
তোমার হাতে তুলে দেব ভেবে
যখন এসে দাঁড়িয়েছি তীরে
এড়িয়ে মানুষের ভীড়
তুমি স্বপ্নাহতের মতো বললে
‘‘চলো’’
‘‘কোথায়?’’
‘‘ফিরে’’
‘‘ফিরে? ফিরে যাবো কেন?
ভাল লাগছে না এখানে?’’
‘‘না’’
‘‘না, কেনো?’’
তুমি জন্মান্ধের মতো বললে,
‘‘আমি কিছু দেখতে পাচ্ছিনা’’
‘‘মানে’’
‘‘চারিদিকে এতো দেয়াল কেন?
পাহাড়ের মতো উঁচু’’
‘‘ওসব কিছু না, ওসব আমার প্রেম
ভালবাসার নিবিড় বুনন, তুমি যা চাও।’’
‘‘আমার দম বন্ধ হয়ে আসছে।’’
‘‘চোখ বন্ধ করে দেখো,
বুক ভ’রে উঠবে সৌরভে।’’
তুমি তাই করলে। আর……
আর আমার জীবনের সব রঙ
হারিয়ে গেল সূর্যাস্তের সঙ্গে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২০ সেপ্টেম্বর ২০১৫; রবিবার; ০৫ আশ্বিন ১৪২২//ঢাকা