হ্জ্ব হবে জ্বিলহাজ্জ্ব মাসে নয় তারিখে
কোরবাণী ঈদ হবে তার পর দিন
এইবার তবে কেন হ্জ্জ আট তারিখে
ঈদ কেন এগিয়ে এলো একদিন?


মুসলিম শরীয়ায় ব্যত্যয় কেন?
ঈদ কেন নড়ে চড়ে আগ-পিছ হয?
প্রশ্নের জওয়াব দেবে কোন জন?
এর সাথে আকবরী খরচে কি ভয়?


বোমা মেরে ইয়েমেনে এত ক্ষয় হচ্ছে
তাতে কি সে পারছে না লোকসান পোষাতে?
সেই জন্যই কি  ঈদ নিয়ে তুঘলকী
ফলে পোকা ছেয়ে গেছে, ঔষধ খোসাতে?  


প্রশ্নটা রেখে যাই উত্তর কে দেবে?
অনেকেই উত্তর জানে না, না দেবে না?
দাও আর নাই দাও, আমি ঠায় দাঁড়ায়ে
উত্তর ছাড়া আজ পিছু হটে যাব না।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৪ সেপ্টেম্বর ২০১৫; বৃহস্পতিবার; ৯ আশ্বিন ১৪২২//দিনাজপুর।