**************************************
মরছে মানুষ হাজার হাজার
সাতশ বলছে সৌদী সরকার
কিভাবে এই মহান মৃত্যু
তদন্ত করে দেখা দরকার।


আমরা ভাই গরীব মানুষ
জীবনের নাই অতো দাম
সবাই তো নয় আমার মতো
কারো তো ভাই বিধিও বাম।


বুলডোজার বা রেকার দিয়ে
তুলছে মানুষ; হাজী সে নয়?
যদি হয় আল্লাহ্-র মেহমান
এ সম্মানে আল্লাহ্ খোশ হয়?


এসব রে ভাই বড়র ব্যাপার
ছোটদের তা বলতে নাই।
তোমরা আসবে মানত করে
কাঁড়ি কাঁড়ি খরচ করে
হজ্জ্ব এজেন্সী-হাবকে ধরে
ট্রাভেল এজেন্ট জোগাড় করে
আচার শেষে ফেরত যাবে
এত কথার দরকার নাই।


দাওয়াত করে এমন আচার
কে কে চাও, ভাই, হজ্জ্বে যাও।
পায়ের চাপে পিষ্ট হলে
নাড়ী-ভূঁড়ি বেরিয়ে গেলে
কিংবা শেষ নিঃশ্বাস হারালে
শয়তান মারতে নিজে ম’লে
দেশে ফেরার কী দরকার ভাই
বেহেশত যাবার সুযোগ নাও।


এমন ভাগ্য ক’জনের হয়
পবিত্র ভূমে কবর হবে!
না হয় শু’লে লাইন করে
একাকী নয় গণ কবরে
সফেদ সাদা কাফন পরে
পাক-পবিত্র জমিন ফেঁড়ে
দুনিয়ার সব অপরাধ যে
ধুয়ে মুছে বিশুদ্ধ হবে।


খোদার পথে বেরিয়ে কেন
আবার বল ফেরার কথা?
আত্মীয় স্বজন চাইবে ফিরে
তাদের তো নেই কোন বাধা।
খুশি মনে নিজের দেশে
চলনারে মন ভেসে ভেসে
এই দুনিয়ার যা হয় হোক না
সেটা নয় তোর মাথা ব্যাথা।


জানো মুমিন কী হয়েছে
তোমার হজ্জ্ব কবুল হয়েছে
আল্লাহ্-তালার পাক সে জমিন
সেইখানেতে ঘর মিলেছে।


না হয় গায়ে আঘাত পেলে
ট্রাকে উঠতে আহত হলে
জীবন শেষে ব্যাঘাত মরণ
পুরষ্কার হয়, বিচার কালে।


এতেই খুশি হওনা বাছা!
তোমার হৃদয় সাচ্চা-খাসা
সাফ হয়েছে হজ্বের সাথে
দিলের যত কালির ঘষা।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৬ সেপ্টেম্বর ২০১৫; শনিবার; ১১ আশ্বিন ১৪২২//দিনাজপুর।
*************************************