বালির পাথার খেজুর বৃক্ষ পাথর ঘেরা ঘর
তার ভিতরে খুব নীরবে অন্য আলোর ভোর
যতই নিধন করো তুমি মানব জমীন চষে
বালির বুকেই মৃতদের ভ্রুণ উঠবে আবার হেসে।


যাদের নিধন করে ভাবছ বিশ্ব জুড়ে আজ
মুসলমানের সংখ্যা কমায় হবে ইহুদী রাজ
তোমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে বালির ঝড়ে
মুখ থুবড়ে পড়বে দেখো মাত্র ক’দিন পরে।


আরব ভূমির ঘরে ঘরে হচ্ছে মানব চাষ
তুমি যেটা কোনদিনও পারবে না দুর্ভাষ।
তরুণীরা পিপীলিকা ছুটছে আরব ভূমে
যাচ্ছে কেনো কোন নেশাতে দেখো বালি চুমে।


আরো আছে নীরব ছবি আরব বালির বুকে
দশে দশে পত্নী আছে, এক পুরুষের সুখে
একই পিতার ঔরস দিয়ে পুত্র-কন্যার ভূঁই
অর্ধ শতক পেরিয়ে যাচ্ছে শতকও ছুঁই ছুঁই।


এমন চিত্র বিরল দৃশ্য ইউরো-ইঙ্গো-ইউএস
এমন মহান পিতা দিয়েই লড়বে আরব, আইএস
আমিরাতের খলিফাদের পৃষ্ঠপোষক ধরে
বাড়িয়ে চলছে মানব শিশু মানব খামার গড়ে।


গৃহে গৃহে শিশুর বন্যা যোদ্ধা তাতার জাতি
লড়তে হলে এসো ভায়া ফুলিয়ে বুকের ছাতি
যুদ্ধটাকে বছর দশেক সামনে চালিয়ে নিয়ো
শেষ যুদ্ধের মোকাবেলায় দেখা হবে প্রিয়।


লক্ষ লক্ষ আরব সেনা সাজছে ঘরে ঘরে
তার আলোতে মরু প্রভায় নতুন আলো ঝরে
জুলফিকারের ঝলক, সাথে শক্তিশালী দ্রোণ
উইয়ের মতো সংখ্যা হবে, সংখ্যায় অগণন।


শীতের দেশের শীতল প্রাণী লড়বে আরব যানে
দেখা হবেই মরু্দ্যানে দেবদূত-শয়তানে
সংখ্যাতত্বের নতুন সংজ্ঞা শিখো মরুর জ্যোতি
আগুন দেখেই পিপীলিকা দিও আত্মাহুতি।  
**************************************
ফুট নোটঃ
আরব আমিরাতের ফজিরা এলাকায় অবস্থিত একজন মানুষ মানব সন্তান উৎপাদন খামারস্থাপন করেছেন । তার পূর্বপুরুষ পাকিস্তান থেকে আগত। এখনো পর্যন্ত ১৭ জন স্ত্রী এবং ৮৪ জন সন্তান নিয়ে তাঁর এই খামার। তিনি নিজে এর সদস্যদের আর্থিক চাহিদা মেটাতে পারছেন না বলে সংযুক্ত আরব আমিরাতের সরকার তাদের সহায়তায় এগিয়ে এসেছেন। তিনি তাঁর সকল সন্তানের নাম মনে রাখতে পারেন না। এই সংবাদের রিপোর্টারের একটি মাত্র স্ত্রী শুনে তিনি উপহাস করছেন !


অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কয়েক বছর পরে ‘সেঞ্চুরি’ উৎযাপনের খবর পাওয়া যাবে। এদের সকলের জন্যে শুভ কামনা নিয়ে অপেক্ষায় করা ছাড়া আর কীইবা করার আছে।।
**************************************


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৭ সেপ্টেম্বর ২০১৫; রবিবার; ১২ আশ্বিন ১৪২২//বিরামপুর।