যাত্রা শেষের পালা
ধুয়ে ফেলছি বাটি-চামচ, ধুয়ে ফেলছি থালা
ধুয়ে মুছে রাখছি কত পাতিল প্যান বা গ্লাস
ধোয়ার পরে কাপড় দিয়ে মুছছি ফার্স্ট ক্লাস।


প্রিয় দস্তুরখান
খাবার পাটি টেবিল ঘটি বদনা বা জলপিপি
সব রেখেছি যথাস্থানে টিপটপ পরিপাটি,
সব আযোজন শেষ করে আলোটাও নিভেছি।


আগামী দিনের পথে
প্রস্তুতিটার খবর আছে ঘুমিয়ে পথের কাছে
সময় এবার জাগাও তাকে আয়োজনের আঁচে
জীবন পথের শেষ হয়েছে, মানুষ ক’দিন বাঁচে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৮ সেপ্টেম্বর ২০১৫; সোমবার; ১৩ আশ্বিন ১৪২২//ঢাকা।