দোষ দিও না বন্ধু আমার
রক্ত ঝরাই বলে,
আমি কি আর বিজ্ঞ অতো
তোমার কলার ছলে!


পথ ভুলে যাই, যাই আর আসি
কালে ভদ্রে মাসে,
তাতেও তোমার লহুঁর ভিতর
রক্ত ছলকে আসে।


আমার যাত্রা, চলাচলের
সীমিত অভিসারে,
তোমার পথের অর্গল সব
প্রবল ছিটকে পড়ে।


এসব কি আর আমার জানা
বোবা বোকা আমি,
তোমার চোখে চোখ রাখলেই
আঁধারে পথ ভ্রমি।


আমার দু’চোখ না হয় এবার
অন্ধ করেই দাও,
চলার পথে দেয়াল তুলে
বর্ডার গার্ড বসাও।


আমি না হয় কাঁটাতারেই
ঝুলবো দালির মতো,
তাতেও যদি রক্ত ঝরা
থামে, করছি ব্রত।


তখন কিন্তু ডেকো না আর
বাঁধ ভাংবার স্রোতে,
আমাকে পাবে না তখন
চলবো উল্টো রথে।


একবার এই শপথ যদি
উঠে আসে ঠোঁটে
আমার স্বভাব কঠোর অতি
পণ ভাঙ্গিনা মোটে।


ভেবে চিন্তে উত্তর দাও
মোটেও তাড়া নেই
আমি আজও আছি তোমার
যেমন ছিলাম, সেই।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৩ অক্টোবর ২০১৫; শনিবার; ১৮ আশ্বিন ১৪২২//ঢাকা।