বাতাসের ফিস ফিস বড়ো হয় দ্রুত
কাছে আসে অস্ফুট  ধ্বনি হয় শ্রুত;
হাত পায়ে শির শির মন উড়ু উড়ু
এইখান থেকে এক নতুনের শুরু।
তার কোন নাম নেই ছিলনা কখনো
তবু আজো মনে পড়ে সে মুখ এখনো।
ভেজা হাওয়া সেই তাকে করে তরতাজা
তার স্মৃতি ভেসে আনে পালং-এর রাজা।
কত শত পালং যে আছে আশে পাশে
এ রাজা পালং থেকে নয় তারা কাছে।
সেই দিন সেই রাত চলে গেছে জানি
সাগরের কাছে এলে ভুলি মন মানি।
আমাকে বিলীন করে সাগরের ঢেউ
আমিই বুঝি না সেটা, বুঝবে না কেউ।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৮ অক্টোবর ২০১৫; বৃহস্পতিবার; ২৩ আশ্বিন ১৪২২//ঢাকা।