চল সখি আজ ডিঙি ভাসাই ভাসি সাগর জলে
খোলাচুলে লাগুক হাওয়া উড়ুক ঢেউয়ের তালে
ইচ্ছে সাগর উঠুক ফুঁসে করুক বাড়াবাড়ি
ঢেউয়ের তোড়ে খোলা চুলে করুক জড়াজড়ি
আসুক তুফান ভাসুক জলে সৈকতের ঘরবাড়ি
পাখির মতো না হয় আমরা মাতাল হাওয়ায় উড়ি
সময়গুলো লাগাম টেনে আনি নাওয়ের কাছে
ঘাই দিয়ে যাক শামুক ঝিনুক শঙ্খ প্রবাল রাশে
বন্ধ ঘরে দরজা এঁটে আর কতকাল খেলা
হাওয়ায় ভাসুক দরজা কপাট ঘুলঘুলি জানালা
নিয়ন আলোর ঝাপসেমীতে পানের শিশির ঢেলে
আর কতকাল কাটাবি এই জীবন অবহেলে
বোধের ঘরে বন্ধ তালা মনের উঠোন ঘাসে
সেই কতকাল অযত্নে তা রাখবি ভুল দেরাজে!


চল সখি আজ নির্জনতায় সাজাই কোলাহল
সুন্দর এই রসিক মনের মাতাল দোলাচল
বয়সটাকে আয়েশ করে রাখি রাতের কাছে
নিঝুম রাতের সব আয়োজন ঝরুক তক্তপোষে
ইচ্ছেগুলো কিচ্ছে বলুক সারাটি রাত জেগে
চারপাশের এই নিঝুমতার কাব্য অনুরাগে
আশ্বিনী এই রাতের কোলে হাওয়ার কান্না গুলো
বুকের গহীন দেরাজ খুলে আসর করুক আলো
ঝরে গেছে শুকনো পাতা মনের আগুন পেয়ে
কোন বোশেখের পথের উপর প্রাণ পেয়েছে নেয়ে
সেদিন গেছে অস্তাচলে সময় সাগর জলে
আজো কিন্তু মনের ভিতর উথাল পাথাল করে।
ঘুমিয়ে রাখি যত্ন করে স্মৃতির আলতো ছোঁয়ায়
এমন মধুর রাত প্রহরে জেগে ওঠে দাওয়ায়,
তাকে নিয়েই আসর জমাই কে আটকাবে তাকে
চল সখি আজ আবার হারাই সাগর হাওয়ার ডাকে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৫ অক্টোবর ২০১৫; বৃহস্পতিবার; ৩০ আশ্বিন ১৪২২//ঢাকা।