অর্থে হয় না ভালবাসা, এইটা যেমন ঠিক
আবার দেখি বিপরীতে উল্টা কথাও ঠিক
কেউ করে প্রেম মনের ভিতর, বাইরে বলে না
যখন বলে তখন তার আর উপায় থাকে না।
কেউ বা আবার ভালোবাসার গলায় ছুরি ধরে
দূর প্রবাসের আহবানে বিদেশে ঘর গড়ে।
কেউ করে প্রেম থরে থরে স্কুল কলেজ ধরে
ভার্সিটিতে গেলে সেটা আপনি ঝরে পড়ে।
এটাও যদি যুৎসই না লাগে প্রিয়ার কাছে
চাকরী পেলে লটকে যাবে এমন মানুষ আছে।
স্বদেশে তার থাকবে ভালো চাকরী না হয় বাড়ি
ব্যবসায় তার শনৈ শনৈ মার্সিডিজ বে্ঞ্জ গাড়ি।
আর না হলে বিদেশ পাড়ি, ওসি ডিসি যা হোক
বিদেশ থাকে ডলার কামায় ঝুলায় এ সাইন বোর্ড।
এসব হিসেবে ভালবাসার ধারাপাতের দূরে
অঙ্ক যারা ভাল বোঝে, দিব্যি ফেলে ছুঁড়ে।
ভালো বাসায় লবণ চিনি সমান মাপে চাই
তা না হলে প্রেমের মানুষ দেখাবে বাই বাই।
পরশ পাথর, পরশ মণি, জীবণ ঘষা সোনা
আমার এসব কথার ফসল নিজের হাতে বোনা।


এরচে’ বড়ো সত্যি কথা বলার আছে কবি?
বিশ্বাস না হলে শুধান, পাশেই আছেন দেবী।
হাড় মাংস কলজে মজ্জা সবই তার লকারে
জীবন টাকে বন্ধক দিয়ে বাঁচা বলবে তারে!
এমন জীবন ভালবাসায় কেনা-বেচায় দায়
বেঁচে থাকাও এই জীবনে পরম এক বিস্ময়!
এর ভেতরে শান সৌকত, শৌর্য্যরা অফ বিটে
ভালাবাসার স্থানকেও বেচি স্কয়ার ফিটে
সে স্থানে শোভা পাবে মার্বেলের এক নারী
আধবসনা কী ভঙ্গিমা, উজল করে বাড়ি।
সেই বাড়িতে ভালবাসা পরজীবি এক রোগ
তাকে বিদায় করার জন্য এত কিছু যোগ।
মধ্যরাতের মদিরাতে যদি সে প্রেম জাগে,
জানালাতে কিউপিডকে খাসা মোরগ লাগে,
শখের ঘোরে জাপটে ধরে প্রেমের দেবীর বলী,
ভুলেও যেন রাখে না সে প্রেমের পদধূলি।
প্রেম চলে যায় এপিটাফে, স্বর্গীয় ফুল বাগে,
পরাগ রেণু পরাগায়ন ঘটায় আপন রাগে।
সৌরভ কি ভাসে না এই ধুলো ময় মাটিতে
নিঃশ্বাস নাও বুক ভরে সেই অরূপ সুরভীতে।।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৭ অক্টোবর ২০১৫; শনিবার; ০২ কার্তিক ১৪২২//ঢাকা