(১)


পূজো এলো, বলা হয় শারদীয় দূর্গোৎসব
এলো কিন্তু শরৎ পেরিয়ে হেমন্তে, আশ্বিন শেষে কার্তিকে,
এমনও কি হয়, কেউ কিছু বলেন না গলা কেশে।
নাইওর কি দেরি হলো তবে!
আমি বুঝিনা কিছু, আমায় কে বুঝাবে?


(২)


আঙ্গুল ছাপ দিয়ে শুরু করেছিলাম, অসভ্য থেকে সভ্য হওয়া
ভোট দান, অনুদান গ্রহণ, স্বাক্ষর-এর পূর্বের ব্যবস্থা।
আজ আবার আঙ্গুল ছাপ দিয়েই শুরু করতে হচ্ছে
ভোটার সনদ প্রদান, মোবাইল সীম বিক্রয় এবং
আরো কত কি?
আমরা কি পিছিয়েছি, নাকি এগিয়েছি?
এই প্রশ্নে সারাদিন খেলছি কানামাছি,
মাঝে কিছু বেড়াল এসে নিয়ে গেল আব্রু সব
কেড়ে নিল, অন্তর-অন্দর, ঘর-বাহির, পুলকিত শয্যা,
মাছের ঝাঁকি।


(৩)


যাদের সাথে মিত্রতা দিয়ে শুরু তারা আজ অনেকেই নেই,
পড়শী নদীতে চর পড়েছে, আমার জমিনে পড়েছে ঠা-ঠা
তারা পাশ দিয়ে ঘুরাঘুরি করে, নতুনের আস্তিন টেনে ধরে
নতুনের উঠান সাজানো, ফুলে ফুলে ম ম করে
নতুনের শরীরের ঘ্রাণ মহুয়াকে টেনে আনে দোরে
যদিও বিরাণ পড়ে থাকে বিস্তীর্ণ খামার,
যাদেরকে দিয়ে যাত্রা শুরু, তাদের অনেকেই আজ অচেনা আমার
তবুও প্রকৃতির নিয়মে ফুল ফোটে, শিশির ঝরে,
কুয়াশায় ডোবে চরাচর, বৃষ্টিতে ভেজে, আবার নতুন সূর্য্য ওঠে;
অবশ্য সে সবে আর কোন আগ্রহ হয় না,
দেখা হয়ে গেছে সব, দৃষ্টির আড়ালে পেনিট্রেশন,
অন্তরাত্মা, পোশাকের আড়ালে রূপের বাহার।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২১ অক্টোবর, ২০১৫; বুধবার, ০৬ কার্তিক ১৪২২//ঢাকা