হোসেনের বুকে তৃষ্ণার হাহাকার,
পানি বড় দুর্লভ ছিল তখন, দেখি আজো মরুর বুকে,
মিশরে কি তিউনিশিয়ায়, আলজেরিয়া কি ক্যামেরুনে
সিরিয়া কি সৌদি আরব, আফগানিস্তান কি ইয়েমেনে,
ইরাক কি তুরস্ক, সিরিয়ার রাক্কা
নেই সে হাহাকার কোন খানে!
খেলাফত যাবে কার তল্পীতে, সেই নিয়ে টান টান
এখন খেলাফত ঘুমিয়ে আছে, প্রশ্ন আমার খুব সটান
আমরা কি মুসলমান, নাকি ইয়াজিদেরই সন্তান?


ইয়াজিদ কি শয়তান, নাকি সে-ও মুসলমান!
শান্তির বীজ ঘুমিয়ে আছে, চাই সেটার সামাধান।
না হয় শুধু মাতম হবে, রাত ভর কাসিদা হবে
শিয়া –সুন্নী তর্ক হবে, তাজিয়ার মিছিল হবে।
খলিফা কেন মুখ থবুড়ে, মুসলিম কেন কতল করে
শান্তি চাইলে খনন কর, নিজের বুকের গোপন স্থান
শান্তি নাই, দূর দরজায়, সমস্যার হোক অবসান
মনের ভিতর শান্তি ঘুমিয়ে, বাইরে চালাও কী সন্ধান!


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৪ অক্টোবর ২০১৫; শনিবার; ০৯ কার্তিক ১৪২২//টাঙ্গাইল।


বিঃ দ্রঃ        আজ ১০ মহররম, আরবী মাস, মুসলিম জাতির একটি শোকের দিন। কারবালার প্রান্তরে ঘটে এক মহা হৃদয় বিদারক ঘটনা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি আমার ১ম কবিতা।