তোমার সঙ্গে দেখা হলো প্রিয়
তখন, যখন তুমি গভীর ঘুমে;
অচেতন দেহ
জল কাদা সোঁদা মাটি
বাংলাদেশের খাঁটি সোনা
তোমার দেহে পরিপাটি সাজানো
কী নিপূণ অকৃত্রিম গয়না;
শুধু তুমিই দেখলে না।


তোমার দু’চোখ বন্ধ ছিল
           আমার মুঠোয় বন্ধ
তোমার দেহ অন্ধ ছিল
           আমার ছায়ায় অন্ধ।
তোমার জ্ঞানের বিশ্ব জগৎ
          মনের চলনবিলে
তোমার জীবন জোয়ার-ভাটায়
          পলল ছিল ভরা।


তোমার সঙ্গে সেই দেখা হবার পরে, প্রিয়
আমার চোখে ঝরে পড়ে
সভ্য কাচের চূর্ণ চূর্ণ ধুলো
আমার দেহে জমে ওঠে
পরিত্যক্ত বদ্ধ ডোবার
জীর্ণ কালের শৈবালের দল
আমার মনে ঝলকে ওঠে
হাজার বছর হাজার যুগের
বেজন্মাদের লালা ঝরা জিভ,
আমার ভিতরে জেগে ওঠে পিতামহ-প্রপিতামহ।


যেন বিষলক্ষ্যার ছুরি এখনি
বসিয়ে দেবে সবুজ কোমল বুকে।
আমি খুব ভালো আছি বন্ধু
ভালো থাকতেই হয় আমাকে।


আমার দেহে ত্রিশ লক্ষ্ প্রাণের সঙ্গে
বেঈমানীর মতো অফুরান প্রাণশক্তি,
আমার ধমনীতে ত্রিশ লক্ষ প্রাণের
রক্তদানের সঙ্গে বেঈমানীর রক্ত
টগবগ করে আজো ফোটে
আগুন পাহাড়ের গলিত লাভার মতো।


আমার মনে স্রস্টার প্রতি প্রবল প্রেম
তোমার প্রতি নিষিদ্ধ কামনায়
আমার মস্তিষ্কে বাঁধ ভাঙ্গা বন্যার মতো
স্রোত বয়, আমি বার বার বন্যার্ত হই
বার বার ভেসে যাই, অথচ ক্লান্ত হই না।
আমার দেখা হয়েছিল তোমার সঙ্গে
বিশ্বাস হয় তোমার? হয় না!
আমাকে দেখেছিলে তুমি প্রথম
মানুষ নয়, যখন আমি প্রচন্ড পিশাচ;
অবশ্য কৈশোর-তারুণ্য থেকে
আমি তোমাকে দেখেছি, আমার আব্রুর
ভিতর থেকে, চোখ নয়, লালাভ জিভে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৯ অক্টোবর ২০১৫; বৃহস্পতিবার; ১৪ কার্তিক ১৪২২//ঢাকা।


                                                     ......ক্রমশঃ........
প্রিয় পাঠকের জন্যঃ    
""""""""""""""""
আপনাদের কি মনে আছে আমাদের পূর্ণিমার কথা? অক্টোবর, ২০০১ এর একদিন পাবনা অথবা সিরাজগঞ্জ অথবা বাংলাদেশের এক নিভৃত গ্রামের উপর ঝাঁপিয়ে পড়েছিল আর হামলে পড়েছিল কিশোরী পূর্ণিমার উপর একদল (ওদের নাম মুখে না নিয়ে ঘৃণায়, থু থু ফেলুন, তাদের জন্য)।‘‘বাবা আমার মেয়েটা খুব ছোট, তোমরা একজন একজন করে আসো’’….আমরা কি ভুলে গেছি? তাদের অপরাধ ছিল, তারা আওয়ামী লীগ করতো আর ভোট দিয়েছিল নৌকা মার্কায়। পূর্ণিমার স্মরণে আজ পনের বছর পর………. বিচার কী হয়েছে!!!