মুক্ত ভাবনাসমূহ



মানুষ মেরে যখন রে তোর হাত পেকেছে
তোকে দিয়ে কিচ্ছুটি আর হবে না ছাই,
এমনি করেই এক সকালে পথের পাশে
দেখবে মানুষ তোর লাশটিও কুকুরে খায়।


যাদের কথায় রক্ত মুছিস টুপিতে তোর
তোদের দেহের রক্ত তারাই করবে শোষণ
সেদিন রে তুই বিচার চা’বি কাদের কাছে
যারা তোদের রক্ত নেশায় করছে শাসন?


যে পিতা আজ বলছে ছেলের চাই না বিচার
সে পিতাটিও বলতো কথা তোদের সুরে
দীপন যখন লুটিয়ে পড়ে ছিন্ন মাথায়
তখন পিতার নিজের ভাষণ মনে পড়ে!


সংবিধানে মত প্রকাশের সীমান্ত দাগ
নকশা কাটা রেডক্লিফের মতোন করে।
সেই সীমানায় যখন ছেলের নিথর দেহ
তখন জনক কিসের সীমা তুলবে ধরে?


তোরও আছে মাতা-পিতা ভাই বেরাদার
তাদের কথা ছিল না তোর ধ্বংস মাথায়
তোরও যেন এমন বেহাল নসীবে হয়
এরচে’ বেশি কিচ্ছুটি নেই আজকে চা’বার।



ইদানীং আমি কলমে কান খোঁচাচ্ছি,
কটন বাড স্টেরিলাইজ নয়, ওতে কানে ইনফেকশন হয়
কলম দ্রুত নিরাপদ কান খোচানিতে রূপ পাল্টাচ্ছে;
তবে, মাঝে মাঝে কলমের আর্তিও শুনছি
নিথর কলমের নাকি কানে যেতে বড্ড ভয়।



ঠিকাবিহীন দরপত্র প্রকাশ, নতুন গ্রহে প্রাণের উন্মেষ ঘটেছে
সেখানে যেতে ইচ্ছুক একদল হিউম্যানয়েড চাই,
মানুষকে সেখানে বসবাসের জন্য পাঠানো যাবে না
কারণ সেখানে মনুষ্য বাসোপযোগী কোন পরিবেশ নাই,
মানুষ সেখানে বাস করতে পারবে না, কারণ সেখানে কোন ধর্ম বা  স্রষ্টা নাই;
আমি যেতে চাই, কিন্তু এখন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক হিউম্যানয়েড পেলাম না, হায়!


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
৩১অক্টোবর ২০১৫; শনিবার; ১৬ কার্তিক ১৪২২্//ঢাকা।