১.  কর্তার আক্ষেপ


অর্বাচীনের দেশে
কর্তা বলেন কেশে


‘‘ওসি ভিসি সক্কলে চায়
সচিব হতে শেষে।
আইজি মাঝি কাজের কাজী
কাজেই রাখেন জীবন বাজী
এখন তারাও জ্যেষ্ঠ সচিব
আজব বাংলাদেশে।’’


‘‘পথের ফকির ছিল
লজ্জা ভুলে হাত পেতেছে
রাতারাতি ব্যাংক পেয়েছে
বাপে ছিল ক্ষেতের চাষী
খাবার ছিল পান্তা বাসি
ছেলে এখন অঢেল টাকায়
শুয়ে স্বপ্নে হাসে।’’


‘‘এম পি হবে, মন্ত্রী হবে
সুইস ব্যাংকে হিসেব হবে
হাওয়ার পক্ষে
বাতাস দিয়ে
কোটিপতির বেশে।
হাঁকান গাড়ী গড়েন বাড়ী
ঢালছে টাকা কাঁড়ি কাঁড়ি
কোত্থেকে পান
কেমনে কামান
নামেন স্বাধীন রেসে!’’


২.  পথের ফকির কয়


কথা সত্য অতি
বলতে কিসের ক্ষতি


‘‘বাপে ছিল দুধ ময়রা
ভাইয়ে ছিল বয় বেয়ারা
তাদের ঘামের টাকায় পড়ে
সচিব হলে বটে
তোমার নামে
শতেক কথার
বদনাম যায় রটে।
আমলা হলে সচিব হলে
সুইস ব্যাঙ্কে হিসেব খুলে
হাজার চারেক
কোটি টাকার
হদিস হাপিস সগৌরবে,
চাকরী চলে আগের মতোই
বহাল তবিয়তে।’’


‘‘ময়রা বাপের ছেলে ভারী
হইছ দেশের কর্মচারী
এত পেলে কোথায় তুমি
সেসব কিন্তু জানি আমি,
সবার উপর বসে থেকে
ছড়ি ঘোরাও বাতাস কেটে
শিক্ষকতা মহান পেশা
মানতে চাও না মোটে।
নিজের গায়ের ময়লা চোনা
তুমি সেটা টের পাওনা
সবাই কিন্তু দেখছে চেয়ে
অবাক দৃষ্টে অপলকে,
দেশটা তো নয় বাপের তালুক
খায়েশে খাও শাপলা শালুক
অন্যরা কেউ খাবে সেটা
শুনলে মেজাজ চটে!’’


‘‘নিজের গায়ের কটূগন্ধ
পেয়ে তোমার নাক বন্ধ
অপর গায়ের ফুলের সুবাস
কিভাবে টের পাও!
যুদ্ধ করে স্বাধীন দেশে
যোদ্ধা মরে অপঘাতে
দেশের জন্য নেই অবদান
তাই বগল বাজাও।’’


৩. কর্তা বাবুর মন


‘‘বুঝতে তোমার থাকলে মাথা
আমরা দেশের হর্তা-কর্তা
বাকীরা সব
আপদ বিপদ
দিচ্ছি ঝেড়ে ফেলে!
বাংলাদেশে সচিব সেরা
আর সকলে ঘাটের মরা
তাদের জন্য
ভাতের ফেনা
দিন না পাতে ঠেলে!
পাইলে পরে ক্ষুধার জ্বালা
ঠিকই গিলে ভরবে গলা
শিক্ষা গুরু শিক্ষা দেবে
খাবে মলা-ঢেলা।
পুলিশ ফুলিশ বিচার পতি
তোদের কেন এ ভীমরতি
সেলুট মারবি লোক পিটাবি
আমরা দেখব খেলা।’’


৪. জনগণের পালা


‘‘আসলে ভাই কথা সত্য
সচিব হলেন স্বর্গ মর্ত্য
তাদের সাথে
লড়তে গেলে
সাজুন যোদ্ধা বেশে।
সজোরে দিন মেধার লাথি
যাক না ফেটে মাথার ছাতি
শিক্ষা গুরুই
শ্রেষ্ঠ হবে
এবার বাংলাদেশে।
সচিব হবে
কর্মচারী
তাদের কিসের
জারি জুরি
চাকর যদি মনিব চালায়
দেশটা কি এগোবে?
এবার জাগো
জ্ঞানের সাথে
জাগলে বিপদ
কেটেই যাবে
সাহস করে হানো লাথি
দেখবে ভূত পালাবে।।’’


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৫ নভেম্বর ২০১৫; বৃহস্পতিবার; ২১ কার্তিক ১৪২২//ঢাকা।