ভোর


ঘুম ঘুম চোখ নিয়ে, চেয়ে থাকি আকাশময়,
কুয়াশা ছিঁড়ে বেরিয়ে আসতে চায়
রাতের গভীরে চাপা পড়া ভোরের অালো,
আমি তৃষিতের মতো আলো প্রত্যাশী
সব জড় জড়তা কাটিয়ে দেব বলে;
কিন্তু অন্ধকার জাপটে ধরে ফের।
আমি বিভ্রান্ত হই, বিস্রস্ত হই, ইতস্ততঃ করি-
আলোকে বরণ করতে ফের
নিজেকে অন্ধকারেই দাঁড় করিয়ে রাখি-অনন্ত সময়।
                       #


স্বচ্ছতা


একেকটি ভোর হয় ম্রিয়মান আলো নিয়ে
খোলাসা হয় না কিছু,
ফুটে ওঠে না স্বচ্ছ্তার মুখ-কতদিন দেখিনা তাকে
                                           স্বচ্ছ্তা!
আসলে কি দেখেছি কোনদিন তাকে!
নাকি তাকে দেখা যায়?
পৃথিবীর সবচে’ অস্বচ্ছ প্রপঞ্চ স্বচ্ছতা।
ভোরের অালোয় আলোকিত হয় না,
আসলে স্বচ্ছতার ভিতরেই কোন স্বচ্ছতা নেই,
আলো নেই, প্রতিফলন নেই,
আছে প্রতিফলনহীন নিখাদ অস্বচ্ছতা।
                          #


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৬ নভেম্বর ২০১৫; শুক্রবার; ২২ কার্তিক ১৪২২//ঢাকা।