টিপ টিপ বৃষ্টি
পড়ছে তো পড়ছে
মনের ভিতরে মন
ধীরে ধীরে গড়ছে।
জানালার শার্সিতে
মুক্তোর বিন্দু
মনের ভিতরে বাড়ে
অনুভব সিন্ধু।
রাত যত বাড়ছে
দেহ পায় মনটা
ধীরে ধীরে ফুটছে
কত নিশিগন্ধা
হাওয়া জলে মিশেলে
প্রাণ পায় গ্রন্থি
সদেহ সপ্রাণ-মন
চারুতার সন্ধি।
আমাকে বিনাশ করে
ভিতরে আমার
ডালপালা ছড়িয়েছে
আকার তোমার
তোমাকে গড়েছে এই
মল্লার রাত
কিভাবে ছিঁড়বে এ
অভিসম্পাত!
থেমে যাবে বর্ষণ
বৃষ্টির গান
ফুরাবে অন্ধরাত
জাত-অভিমান,
আমাকে গ্রহণ করো
দ্বিধাহীন হয়ে
নতুন পৃথিবী দেখো
আগামীর ভোরে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৮ নভেম্বর ২০১৫; রবিবার; ২৪ কার্তিক ১৪২২//ঢাকা।