অ্যালবামে-
পাশাপাশি রাখা দু’টো ছবিতে
বার বার চোখ রাখি
উদ্দেশ্যহীন চেয়ে থাকি
যদি কিছু উঠে আসে দৃষ্টিতে, এমন
যা কখনো টানেনি চোখকে।


জানালার পর্দা ওড়ে এলোমেলো বাতাসে
গন্ধরাজের পাতায় আনন্দ লহরী
রাত জাগা চাঁদও এসে
উঁকি দেয় জানালায়
‘‘কি করছ? কি করছে?’’
‘‘কিছুই না। আমি খুঁজছি অনির্দিষ্টকে।’’


একটা আরশোলা ঘরময় উড়ে বেড়ায়
কোন কুলায় ঠাঁই হয় না যেনো তার
তখন-তখনই
ছবি দু’টো নড়ে ওঠে।
ওদের দু’চোখে একই ভাষা-ভালোবাসা
ভালোবাসার দুই রং।
‘‘চোখ পুড়ে যায়, তাকিয়ো না ওভাবে’’
অথবা
‘‘চোখের দিকে তাকাও, দ্যাখো তো,
আমাকে খুঁজে পা কি না?’’
আমার জীবন বন্দী এই ফ্রেমে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১২ নভেম্বর ২০১৫; বৃহস্পতিবার; ২৭ কার্তিক ১৪২২//ঢাকা।