আজ কুয়াশায় নগরের পথে ছুটছে যন্ত্রযান
আমি ছুটছি জীবিকা তাগিদে, ভিতরে রুদ্ধ প্রাণ;
প্রান্তরময় সবুজ শস্য, সোনালী ধানের ছড়া
হাত নেড়ে নেড়ে ডাকছে, দেখি ভিতরে অন্তক্ষরা।


মাঠে মাঠে কাটা নতুন ফসল, বাতাসে ম ম ঘ্রাণ
নবান্ন এসেছে, চলেও সে গেছে, কৃষকের ঠোঁটে গান,
চাষীর উঠানে খড়ের পালার আড়ালে তেঁতুল গাছে
মাছরাঙ্গা দিন, লুকোচুরি খেলা নাগরিক মনে হাসে।


নগর আমাকে জীবিকা দিয়েছে, জীবন নিয়েছে কেড়ে
কত হেমন্ত পড়ে আছি এই নগরের রাজ ফেরে
প্রাণহীন এই দেহটাকে ধরে এই যে জীবন যাপন
পরিচিত মুখ অনেক রয়েছে, কেউ নয় তার আপন।


আমার জীবনে তবু আছে এক সজীব স্বপ্নঘোর
আমার ছেলেকে পারব কি দিতে আনন্দ মিশ্র ভোর!
পারব কি দিতে তার ছিটে-ফোঁটা পেয়েছি যা আমি নিজে
নাগরিক এই জীবন কাব্য, বিবর্ণ লাগে কী যে!


আমার জীবন ইট-কাঠ-বালি, শোষিত হয়েছি যত
আগামীতে যারা সন্তান হয়ে আসছে স্রোতের মত  
তাদের জন্য একমুঠো ঘাস, কিংবা সবুজ মাঠ
রেখে যেতে যদি না পারি আমরা, কী লাভ এ জীবনপাত!!


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৭ নভেম্বর ২০১৫; মঙ্গলবার; ০৩ অঘ্রাণ ১৪২২//ঢাকা।