আজ আমি বিষন্ন এবং বিপন্ন বোধ করছি,
সারা পৃথিবীর যেন মুখোমুখী আমি
ছিলাম মানুষ, এখন মুসলমান এবং ক্রমশঃ তা থেকে
অসহিষ্ণু মানবগোষ্ঠী মাত্র, যে
পৃথিবীর সমস্ত মানুষ হতে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সদস্য,
সমস্ত সংস্কৃতি বিবর্জিত, পৃথিবীর চলমান প্রবাহ থেকে
বিচ্ছিন্ন অন্ধকার যুগ থেকে পথভুলে উঠে আসা একজন।


প্যারিসের সাথে সাথে সমগ্র পৃথিবী আজ
ঘৃণার দোলায় দুলছে, যে মানুষটি ভুলে গেছিল
তার কোন ধর্ম আছে, প্যারিস হামলা তাকে
জাগিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, তার কুহক ঘুম
ভাঙ্গিয়ে দিয়ে আবার ধর্মের আভরে নিজেকে ঢাকবার
পুনর্জাগরণ ঘটিয়েছে। আমি জগৎ বিচ্ছিন্ন যেন।
আজ আমি পৃথিবীর সবচে’ বিপন্ন প্রজাতির প্রাণী।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২০ নভেম্বর ২০১৫; শুক্রবার; ৬ অগ্রহায়ণ ১৪২২//ঢাকা।