জল কেটে কেটে যেভাবে এগোয় জলযান
সময়ের ঢেউ পেরিয়ে বাঁকা স্রোত মাড়িয়ে
এগোয় জীবন, মোহনার দিকে, যেখানে
জীবন ছোঁয় অসীমের পুচ্ছ, পায় অনিশ্চয়তার দেখা।


অভিজ্ঞতার চড়াই উৎরাই পেরিয়ে জীবন যেভাবে
ঋদ্ধতার নাগাল পায়, নিজস্ব চার দেয়ালের ভিতরে,
সেভাবে নদীও ভাংতে ভাংতে দিক বদলাতে বদলাতে
এগোয় সমুদ্র মন্থনের দিকে, যেখানে আকাশের স্পর্শ মেলে।


আমাকে ভেঙ্গে, মচকে, বাঁকিয়ে, গুঁড়িয়ে, পীড়নে, পোড়নে
ঠিক খাঁটি জহুরীর মতো অপরূপ অবয়বে গড়েছ তুমি
সুদৃশ্য রেকাবীর উপরে সাজিয়ে পরিবেশন করেছ
পৃথিবীর সবচে’ দামী বাজারে, যেখানে হৃদয়ও বিকোয়।


নদীর মৃত্যু, চাঁদের কলঙ্ক, অভিজ্ঞতার দহন আর
অপ্রাপ্তির অঢেল অম্ল উদগারে সবটা ছক কাটা পথে
এগোয়নি, বিকোয়নি আমা্র হৃদয়, যদিও তোমারটা
খুব সহজেই বেচা হয়েছে, ভোগের বাজারে।


বেঁচে থাকায় এটিই আমার সবচেয়ে স্থির প্রত্যয়।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৪ নভেম্বর ২০১৫; মঙ্গলবার; ১০ অগ্রহায়ন//লঞ্চে