১.


তুমি নেই, শূন্য ময়দান
কাঁটা গাছে ছেয়ে গেছে ফুলের বাগান
তুমি নেই, শূন্য মনভূমি
শূন্যতম করোটিতে অসময়ের আযান।


২.


খুব সুখে ছিলে তুমি চল্লিশ বছর
হঠাৎ হৃদকম্পন জাগে মনের ভিতর
ভয় খায় কুরে কুরে সাহসী শত্রুর
ভয় পেয়ে মরলে তুমি কয়েক বছর পর
তোমাকে ধরবো সেই সুযোগ দিলেনা
আসলে মুখোশ ছিলে মানুষ ছিলে না।
মরেই খালাস হলে রেখে গেলে ক্লেদ
ঘৃণ্য ভীরু নারকীটের হবে মুন্ডু ছেদ।


৩.


এখনো সুতার উপর সময় বয়ে যায়
ব্যালান্স দু’হাতে ধরে চলেছি সামনে
সামনে কুয়াশার দিন আলোহীনতায়
বন্ধুর যাত্রা পথে হাওয়ায় শব্দ গোণে।
পেরিয়ে যাবার জন্য সবল সাহস চাই
যদিও সফল প্রস্তুতি সকল আয়োজন
আমি তোমার সঙ্গে আছি কোন ভয় নাই
এ লড়াই এ জেতা আজ মহা প্রয়োজন।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
১৫ ডিসেম্বর ২০১৫; সোমবার, ৩০ অগ্রহায়ণ ১৪২২//ঢাকা।