অনেক আগের কথা.....



সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝামাঝি সময়টাতে
কোন আলো থাকে না, সেই সময়ের গল্প এটা
তার আগেরও না পরেরও না।



বৃষ্টিহীনতা ও অতিবৃষ্টির মাঝামাঝি সময়ে
যখন মাটির বুক চিরে ফলে অজস্র ফুল ও ফসল
এটা সেই সময়ের কথা।


৪.


যখন ষোলও না আবার ষাটও না
শিশুও না আবার বৃদ্ধও না, বৃষ্টি ঝরে কি ঝরে না
এমন স্থবির, সময়ের কল্প কথা এটি।


৫.


চারিদিকে পোড়া মাঠ-ঘর-বসতি, আবার প্রবল বর্ষায়
ভিজে ডুবে শ্যাওলা-জমা দেয়ালের গল্প এটি
নেভানো আগুনে পোড়া দিনের অশ্রুসিক্ত ইতিহাস।


৬.


আমি ভালবাসি সেই সব বুকের গভীর থেকে
এটা সেই সময়ের কথকতা।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
১৮ ডিসেম্বর ২০১৫; শুক্রবার; ৪ পৌষ ১৪২২//ঢাকা।