আমার স্বকীয়তা
আমার স্বকীয়তা বোধ সেদিন জন্ম নিল
যে দিন রেডক্লিফের কলম আগুন পুড়িয়ে দিল
এই বাংলার সবুজ মাঠ আর জল-কাদা নদ-নদী মাটি;
ভারতের দু’প্রান্তে দুই মাথার এক জোড়-শিশু জন্ম নিল;
এ মাথা অন্য মাথাকে একপাশে চেপে রেখে
নিজ শরীরকে পুষ্ট করে তুলতে চাইলো।


ছোট্ট শরীর সে ধকল সইতে পারে না।
জন্মের পরই বড় মাথা চেপে ধরলো ছোট মাথার মুখ,
কণ্ঠ চেপে ধরলে যে নিজের কণ্ঠও রূদ্ধ হতে পারে
বিকলাঙ্গ সে শিশু বুঝতে পারেনি, পারেনি বলেই বার বার
চেপে ধরেছে নিজেরই শ্বাস।


একদিন এই বাংলাদেশের মাটি ফুঁড়ে বেরিয়ে এল এক
চিকিৎসক, তার বুকে জন্ম নিল নতুন এক স্থলপদ্ম,
জন্ম নিল ভালোবাসার রক্তপদ্ম-শাপলা,
সব আয়োজন সম্পন্ন করলেন তিনি অস্ত্রোপচারের জন্য,
শিশুকে দ্বিখন্ডিত করা হলো, জন্ম নিল পরিপূর্ণ দু’টি শিশু
নিষ্পেষিত শিশু আলাদা হলো, তৈরি হলো স্বকীয়তা।


সেই থেকে আমার জন্ম-পুনর্জন্ম, দাই মা ও আঁতুড় ঘর
আমার ভাষা, আমার দেহ, আমার আলো-হাওয়া-মাটি
আমার বিশ্বাস, আমার প্রদাহ, আমার প্রেষণা
আমার ভালবাসা, আমার চেতনা স্বকীয়।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
১৯ ডিসেম্বর ২০১৫; শনিবার; ৫ পৌষ ১৪২২//ঢাকা।