চলে গেল বছর একটি।
এইতো সেদিনের কথা টুকটুকে ছেলের মতো এলো
খিলখিলিয়ে হাসতে হাসতে উঠোনময় বেড়ালো ক’দিন
তারপর নেমে এলো দীর্ঘ বিভীষিকাময় প্রহরগুলো
একশ’ সাতান্নটি মৃত্যু চাট্টিখানি কথা!


প্রতিদিন অপ্রত্যাশিত মৃত্যু এসে তার হাত ধরে টানে
অনাবশ্যক বিকৃতানন্দে, গায়ে মেখে দেয় ক্লেদ কালিমা
রক্তের টুকনগর যেন ফিরে আসে প্রতিটি রাতে
ঝলসে যাওয়া মাথা-মুখ-দেহ আর বিকৃত হাতগুলো
ঝলমলে শিশুটির অকাল বার্ধ্যক্য ডেকে আনে..বীভৎস!
স্কুলগামী শিশু, অফিসগামী নারী-পুরুষ, ঘরে ফেরা বাসযাত্রী
খাদ্য জোগানদার ট্রাক হেলপার আর..শিশু ক্রমশঃ বিকৃত যুবা;
সময়ের বারান্দায় বসে থাকে শিশুযুবা-অকাল প্রাপ্ত বয়স্ক।


শিশু যুবার দেউড়ী পেরিয়ে এখন বৃদ্ধে সমর্পিত
এখন তার প্রস্থানের সব আয়োজন সম্পন্ন;
অাবার আসছে নবজাতক-নতুন রাঙ্গা সূর্য নিয়ে
অফুরান আলো ছড়াতে, সর্ষে ক্ষেতে আর
কুয়াশার ঘোরে ঘেরা অরূপ প্রভাত নিয়ে,
তাকে বরণের প্রস্তুতি কি সম্পন্ন!
ঝুল বারান্দায় মানিপ্লান্টের লতা বাড়ন্ত,
তবু সংশয়ে পিছন ফিরে দেখবে অতীত,
মাঠের বিবর্ণ ঘাসেরা ‍শিশিরের মুক্তো শিরে সাজিয়ে
বেগনী ঘাসফুলে তিরতিরে কাঁপন জাগানো প্রজাপতির
স্বপ্ন বুনবে আবার, নতুন জাতক অাসছে-
এসো তার জন্য আয়োজন পুরা করি। ফুটাই
ভালবাসার স্থলপদ্ম শহর নগর গ্রাম জুড়ে, প্রিয় স্বদেশ।।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২১ ডিসেম্বর ২০১৫; সোমবার; ৭ পৌষ ১৪২২//ঢাকা।