কী এক আজব ভূখন্ড পৃথিবীতে জুড়ে দিলেন খোদা
যেখানে এলেন জিসাস ক্রাইস্ট, বেথেলেহেমে
সেখানেই মুহম্মদ (স.) এর ল্যান্ডিং বেজ স্টেশন
বায়তুল মুকাদ্দাস, ফ্রম আর্থ টু হেভেন এ্যান্ড
ব্যাক ফ্রম ফিউচার ‍টু প্রেজেন্ট, আরশ নগর ভ্রমণ ও
প্রত্যাবর্তন, মীরাজ গমন ও আগমন;
পৃথিবীতে কি আর কোন জায়গা ছিল না!


আমি ভেবে পাই না, বেথেলহেমে যার জন্ম তার
তীর্থকেন্দ্র হলো কেন ভ্যাটিকান?
আমি ভেবে পাই না, মক্কা মুকাররম যার জন্ম
তিনি কেন বেথেলহেম হতে মীরাজে গেলেন?
জানি প্রশ্নগুলো অবান্তর অথবা অতি মূল্যবান!
কিন্তু কে পড়বে এ কবিতা, আর যারা পড়বে, তারা
কি দিতে পারবে এ জবাব কখনো?


আজ বড় মহিমান্বিত দিন
তোমার জন্য, যে পালন করছে বড়দিন বা ক্রিসমাস ডে,
আবার আজ বড় আনন্দের দিন, যেন ঈদ, তোমার জন্যও,
যে রাসুলুল্লাহ্‌’র জন্মদিন পালন করছ।
এসো হাত ধরে সেলিব্রেট করি বরফমোড়া কোন আঁতুরঘর,
মা মরিয়মের কোলের ওম্‌-উষ্ণতা;
অথবা উষর মরুর শীতরাতে কোন বেদুইন তাঁবু বা
রুক্ষ পাথুরে গৃহকোণ,
মা আমিনার কোলে মধু পূর্ণিমার চাঁদ।।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৫ ডিসেম্বর ২০১৫; শুক্রবার; ১১ পৌষ ১৪২২//ঢাকা।