তার জন্য কবিতার কয়েকছত্র লেখা
তার জন্য মস্তিস্কে স্মৃতি চিহ্ন আঁকা
তার জন্য এ স্মরণ শুধু স্মরণ নয়, নিজেকেই খোঁজা
ভাষার সুনিপূণতায়, বাক্যের পাহাড় নদী উপত্যকায়
বহুমাত্রিক শৈলী নির্মাণ ও স্পর্শ রাখা।


তার জন্য এই কথামালা যিনি আপন আলোয় উদ্ভাসিত
বাংলা ভাষার ও লেখার উয়ারী বটেশ্বর, প্রত্ন খনন।
তার রূপকল্পতায় বাংলাদেশকে
নতুন করে জানা ও ঘুরে ঘুর দেখা;
প্রেম ও প্রণয় অন্য এক মাত্রায় উপলব্ধিতে আনা।


আমাদের জলেশ্বরীর স্থপতি, আমাদের নেয়ামতের ভাগ্য বিধাতা
আমাদের মুক্তির শব্দ কারিগর, সৈয়দ শামসুল হক, প্রিয় প্রণেতা।।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৭ ডিসেম্বর ২০১৫; রবিবার; ১৩পৌষ ১৪২২//ঢাকা।