না, আর পারি না, কেন যে ডিসেম্বর আসে!


সেই কবে লাখে লাখে কাতারে কাতারে মাথা নত করে
অস্ত্র জমা দিয়ে দু’হাত উপরে তুলে অস্ত্র ও আত্মসমর্পণ করে
একবার যুদ্ধবন্দী হয়ে বেশ আরাম আয়েশের দিনগুলো কাটিয়েছি
ফতেহ্‌পুর সিক্রী বা আগ্রা ফোর্টে, সেও এক ডিসেম্বরে;
আবার এই ডিসেম্বরেই দেখেছি প্রিয় সহযাত্রী ঝুলেছে ফাঁসীর রজ্জুতে; এই ডিসেম্বরেই আবার দেখছি পরাজয়
নাহ্‌, আর পারি না!!


চেহারার টান টান ত্বক লোল চর্ম হয়ে গেল
প্রিয় জান, জুয়ার টানে তবু ঘরে টেকে না মন, ছুটে যাই
শোকলিপি লিখনে, সেও কতদিন হলো, আবার এই ডিসেম্বরেই
অারো কত ধরণের যে পরাজয় ঘটে, বিতিকিচ্ছরি ব্যাপার!
নাহ্‌ আর পারি না! কেন যে এই ডিসেম্বরটা আসে।


না, এবার চুপ করে বসে থাকবো না,
একুশের বিরুদ্ধে একুশ, মার্চের বিরুদ্ধে মার্চ এবং
ডিসেম্বরের বিরুদ্ধে ডিসেম্বর দাঁড় করাতে হবে;
না হলে যে আর চলছে না।
তাই এবার ঘোষিত হলো পয়গাম-ত্রিশ লক্ষ শহীদ আবার কী!
কী বাজে অবস্থা!আর পারি না!!পারি না!!!
এবার রক্ষা করো, মা! আপাততঃ চোখের সামনে থেকে
ডিসেম্বর সরিয়ে নাও। আনো কোন নতুন মরশুম।।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৯ ডিসেম্বর ২০১৫; বুধবার; ১৬ পৌষ ১৪২২//ঢাকা।