ভয় পেয়োনা বন্ধু তোমরা এটাই সমাপ্তি নয়
জীবনের এই হিসেবগুলো নতুন করেও হয়।
নিভে যায় আলো দিনের সূর্য জেগে ওঠে গাঢ় রাত
বিগত কালের ব্যথা কান্নারা ছড়ায় গা মাথা হাত
দেখে মনে হয় সব কিছু শেষ প্রবল দহন শেষে
দীর্ঘশ্বাস পাক দিয়ে ওঠে কুয়াশারা মেঘে মেশে।


অন্ধকারের প্রবল কালো কেটে যাবে কাল ভোরে
বন্ধু তোমার সততা, নিষ্ঠাই জাগাবে অন্ধকারে
পুরাতন গেছে, যাক চলে যাক, আসুক নতুন আশা
মরে যাওয়া সেই আশার প্রদীপে ফুটুক নতুন ভাষা।


যেভাবে গিয়েছে মৃত্যুদন্ড সেভাবে আসবে ফিরে
আপীল-রিভিউ তরঙ্গ পেরিয়ে মানবতা জাগে ধীরে।


রিভিউ থেকেই সুবাস ছড়াবে বাংলার নদী জলে
মুক্তিযুদ্ধের সময়ের সেই ঘটনারা কথা বলে।


তিন হাজারের অধিক নিরীহ মানুষকে খুন করে
ধর্ষিতা হয়ে আটজন নারী, গিয়েছে অকালে ঝরে,
চলে ভাঙচুর লুটপাট,  চলে দেড়শ হিন্দু নারী
জোরপূর্বক ধর্ম বদল, হবে ধর্ম সিন্ধু পাড়ি,
এসব অভিযোগ পিছনে ফেলে কারাদন্ড দিয়ে
বিচার বিভাগ পারেনা তাদের দায় যেতে এড়িয়ে
অপরাধীর সেই অপরাধ যত দন্ড পাবেই পাবে
আগামী বছর সেই ভাবনাকে সঠিক আসন দেবে।


যেভাবে গিয়েছে মৃত্যুদন্ড সেভাবে আসবে ফিরে
রিভিউ পিটিশন সমাধান আনবে আগামী তীরে।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
৩১ ‍ডিসেম্বর ২০১৫; বৃহস্পতিবার; ১৭ পৌষ ১৪২২//ঢাকা।