শোভন


শোভন ছিল ভালোবাসার একটি দেশ
শোভন নয়তো বেঁচে থাকার কষ্ট ক্লেশ
শোভন যারা নয় তারা রোজ ছিটায় বিষ
শোভন কি সেই বিষ সয়ে যাই অহর্নিশ!


শোভন ছিল বাংলাদেশের জন্ম কথা
শোভন নয় সে সবুজ মাঠের রক্ত রেখা
শোভন স্বদেশ আবার পড়ে কুটিল ফেরে
শোভনকে তাই জাগতে হবে কালের ঘোরে।


শোভন ছিল লক্ষ কোটি প্রাণের চাওয়া
শোভন দাবী থামিয়ে দিতে ধর্ম দাওয়া
শোভন ছিল নীরব বুকের প্রতিবাদে
শোভন ভাবে লক্ষ মানুষ শাহবাগে।


শোভন মনের নারী পুরুষ এবং যুবক
শোভন স্বপ্ন মনের মাঠে ফোটায় কোরক
শোভন ক্রিয়া যাদের মাঝে মড়ক আনে
শোভন কথা সহ্য হয়নি তাদের মনে।


শোভন যখন শুধুই গৃহকোণ পেরিয়ে
শোভন মনের শুভ চিন্তা যায় ছড়িয়ে
শোভন সেটা হোক না তাদের কু-ইচ্ছাতে
শোভনটাকে থামতে হলো হঠাৎ পথে।


শোভনকে তাই গুপ্ত ঘাতক থামিয়ে দিল
শোভন আগুন সড়ক থেকে দেশ ছড়ালো
শোভন দাবী করলো সফল ফাঁসীর দড়া
শোভন পথেই বিচার শেষে ঝুলল তারা।


শোভন মনের সক্ষমতা থাকেও যদি
শোভন তো নয় যুদ্ধকালীন অপরাধী
শোভন শহীদ দেশের জন্য সে বলীদান
শোভন এখন একজন নয় লক্ষ সে প্রাণ।।


পুরুষোত্তম


তোমার রয়েছে যেটুকু অথবা যেটুকু তোমার নেই
আল্লাহ্‌ তোমাকে যা কিছু দিয়েছে সন্তোষ সেটাতেই
সবকিছু আছে পুরুষের মতো তবুও সে অপুরুষ
কী নেই তার, সে সব বিচার করে যে সে উজবুক।


তারও রয়েছে জীবন, রয়েছে মাথা গুঁজবার ঠাঁই
জীবনের প্রতি ভালোবাসা আছে, বড় অভিমান নাই
দেশের প্রতিও আছে প্রেম আছে মানুষের প্রতি মায়া
যখন সড়কে নাঙ্গা ছুরি হাতে ছুঠেছে খুনীর ছায়া।


দুই জন খুনী ছুটে চলে পথে পিছনে পুলিশ দল
নাগাল পায় না অথর্ব পুলিশ, গতরে নেই সে বল
পারেনি পুলিশ, কী হয়েছে তাতে! লাবণ্য নিয়েছে পিছু
একাই জাপটে ধরেছে দু’জনকে, করতে পারেনি কিছু।


গৃহকোণে পড়ে নিথর দেহ ওয়াশিকুর নিষ্প্রাণ
কুপিয়ে কুপিয়ে থামাতে চেয়েছে চির জাগরুক প্রাণ
আশে পাশে ছিল অনেক পুরুষ, সাহস হয়নি কারো
সাহসে লাবণ্য এগিয়ে এসেছে, যাকে অপুরুষ ধরো
দেহের ধর্ম, মনের ধর্ম, পরাজিত করে সে বীর
অপুরুষ নয় লাবণ্য, সে ‘‘পুরুষোত্তম’’ উঁচু শির!!


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
০১ জানুয়ারি ২০১৬-শুক্রবার-১৮ পৌষ ১৪২২//ঢাকা।