পুলিশ সহকর্মীরা চেয়ে চেয়ে দেখেছে
কিভাবে রাজপথে চূর্ণ করেছে শির
শিরস্ত্রাণ দিয়ে, কিছু সময়ের অর্বাচীন।


দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তারা, রাস্তার পাশে
কেউ এগিয়ে আসেনি রক্ষা করতে তাকে
একজনই এসেছিল, পাখীর মায়ের মতো;
আগলে রেখেছে ছানাকে মৃত্যুর কাছ থেকে
ঝর্ণা-সময়ের সাহসী নারী, প্রাপ্তির আশায় নয়
মানবতার ঠোঁটে নেই তার জয়গান
হারিয়ে গেছে সে সময়ের ঢেউয়ে
তবু দুর্বল কবি, ধরে রাখে তাকে
শব্দের রংতুলিতে, উপমার বর্ণচ্ছটায়।


তোমাকে অভিবাদন নারী সাহসিকা
ততদিন টিকে থাকবে বাংলাদেশ যতদিন
তোমরা ফিনিক্স থাকবে, দেবদূত ডানায়।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
০৪ জানুয়ারি ২০১৫; সোমবার; ২০ পৌষ ১৪২২//ঢাকা।