অনেক খেয়েছে সোনা, গুড় মুড়ি কলজে ঘিলু
বাজারের সব মন্ডা-মিঠাইও চেটেপুটে খেয়েছে,
যেটুকু আশা ও বিশ্বাসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলাম
কালক্রমে তাকেও জারিয়ে দিয়েছে তাজা রক্তের ঘ্রাণে,
নদীর ঢেউ, খাল বিল নদী নালা বন- শুধু কি খেয়েছে?
বিষাক্ত করেছে অপরিমেয় গ্রহণের বর্জ্যে বর্জ্যে।


ক্ষেতের শস্যরা সব এক এক উঠেছে তার গোলায়
পন্ডিতের পান্ডিত্য, শিক্ষকের শিক্ষা জ্ঞান-কালি
কেরানীর কলম পেষা, দপ্তরীর কাঙ্খিত ঘন্টাধ্বনি
সব খেয়েছে দীর্ঘ কালো এ্যাসেশিয়ান দাঁত ও জিভে;
খেয়েছে টাকশাল ও হাসপাতাল, ছড়িয়ে রেখেছে
ছিন্নভিন্ন স্বর্ণমুদ্রা ও মেডিকেল বর্জ্য, উচ্ছিষ্ট সকল।


আজ এতকাল পরে নামছে লোভের দোকানের ঝাঁপ
একটু করে থামছে ভক্ষণের উদগ্র আয়োজন, উচ্ছিষ্ট নিক্ষেপন
নিভে যাচ্ছে অন্তঃজ দাহ ও ক্ষরণ, গলে যাচ্ছে গাঢ় বেদনার
হিমবাহ, ধীরে ধীরে, দৃপ্ত কলস্বরে।বর্গী নিধনের
এই অকাল পেরিয়ে সকালে আর ক’টা দিন মাত্র
সুতীক্ষ্ণ সুতীব্র অপেক্ষা, আজ জেনো, রসুন বোনার দিন,
মনে রেখ প্রিয় মাতা ও মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ।।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
০৬-০১-২০১৬; বুধবার; ২৩ পৌষ ১৪২২//ঢাকা।