আহ্বান ছিল, প্রত্যাশা ছিল না, নেই
তবু বার বার হারিয়েছি আমি খেই
হাত পাতি নি, অঞ্জলী ভরে নিতে
বিশাখা জানে না দানের মূল্য কিসে!


তবু তার কথা নদীর ঢেউয়ের মত
ঘুরে ফিরে আসে বুকের গহীন নীলে
তার যত লাল মাসের পরে মাস
যোগ বিয়োগের অঙ্কে হিসেব মিলে।


হাড়-মাংস, চর্ব্য-চোষ্য-পেয়
চায় নি এ মন, চায়নি সে কোন দেহ
তবু জানি এক হৃদপিন্ড নিয়ে
পড়েছি জ্বালায়, কী করি এটাকে দিয়ে!


নিষেধ মানে না, জেগে ওঠে মাঝে মাঝে
ভালবাসি, শোনো, নদীকে এবং তাকে;
তোমার ফসল তোমার আবাদী জমি
ভালবাসি আমি, নক্ষত্রের মতো তুমি।


নক্ষত্র তুমি-নিজেও স্বীকার করো
তবু ঘুরে ফিরে, একটাই জিদ ধরো।


ভালোবাসা নয়, অন্য অভ্র দিয়ে
দিতে চাও তুমি আমাকে অহংকার
আমার হৃদয়, এ প্রেম -তোমার নয়
আমার কাছে চাইছ তিরস্কার।


রাত বেড়ে যায়, চোখে ঘুম বড় বেশি
বিশাখা, আমার শিথিল মাংসপেশী
তোমাকে ছোঁব না-সাহস আমার আছে
ভালবাসাটাই ঐশ্বর্য্য , নাও শেষে।


তুমি আপারগ, সময় কি নাছোড়বান্দা?
পরাজিত প্রেম, আজন্ম থাকবে আন্ধা।


তুমি চলে যাবে লঞ্চ ঘাটে ভিড়ে গেলে
রেখে যাবে অই নদীর চিহ্ন রেখা
আমিও নাচার মোহ থেকে জাগা প্রেম
মনের ভিতরে আমিও রয়েছি একা।


যাকে ভালবাসি, চাই না তাকে সে জানি
শুধু এ বিশ্বাস বিশাখা পরশমনি।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
২১ জানুয়ারি ২০১৬; বৃহস্পতিবার; ০৮ মাঘ ১৪২২//ঢাকা।