শীত বিকেলের গন্ধমাখা বৈঠকখানা
অচেনা অতিথি এসে আসন উষ্ণ করে
তরুণ শব্দের এলোমেলো পথ চলা
গৃহকোণ তুলে অচেনা আলোতে ধরে।


তুমি থানকুনি পাতা রসে ভরপুর
কথায় কথায় ঝরেছে সরেশ বুলি
আমি পোড় খাওয়া দহিত ক্ষরিত ইট
একজনমে আকণ্ঠ ডুবে মরি।


অাজ এত পরে তোমার সনদ হাতে
বলেছ জীবন তেজপাতা হয়ে গেছে
আসলে সেটা ইট চাপা তৃণ-লতা
বুঝতে পারো নি সে লজ্জা দেবে কাকে!


নিজেকে জানো, নিজের সঙ্গে কথা
আলাপন করো আপন মনের সাথে
নীরস কেন সবুজ সতেজ জীবন
কী প্রতিঘাত ঠেকিয়েছ তোমার হাতে!


জানা হবে জানি আত্মবিশ্বাস আছে
তোমার আছে কি? নিজেকে প্রশ্ন করো।
আমাকে দুষছ, সেটা জেনো অবিচার
ভালোবাসাটাকে সবার উপরে ধরো।


ভালোবাসা এক সর্বগ্রাহ্য গ্রন্থ
ধর্মগ্রন্থের চেয়ে মোটে ছোট নয়
ধর্মে ধর্মে বিভেদ সকলে দ্যাখে
প্রেম ধর্মের বিধানে কি বিভেদ হয়?


না।
নিজের ভ্রান্তি অপরের কাঁধে দিয়ে
ফ্রম থানকুনি তেজপাতা হয়ো না।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
২২ জানুয়ারি ২০১৬; শুক্রবার; ০৯ মাঘ ১৪২২//ঢাকা।