দাঁত যাচ্ছে চোখ যাচ্ছে গা-গতরের শক্তি যাচ্ছে
মেজাজ যাচ্ছে, মর্জি যাচ্ছে, মন যাচ্ছে, সাহস যাচ্ছে,
আকাশ থেকে চিঠি আসছে বয়স যাচ্ছে বেড়ে
বসে বসে ভাবছি কেমন করে খাবো আমটি পেড়ে!


মুঠো ভর্তি চুলের মাথা এখন দেখি দেখায় ফাঁকা
কপাল ছিল ডিঙ্গি নৌকা এখন সেটা বিশাল চড়া
হাতে পায়ে শক্তি ছিল, মুচ্ছে যাচ্ছে জীবন রেখা
ভাবা ছাড়া উপায় কি আর জীবন নিচ্ছে সবই কেড়ে।


হাসপাতালের আকর্ষণে ছুটে চলি সকল মাসে
বিছানার ঐ ধবল জ্যোতি আমায় দেখে মুচকি হাসে
অপেক্ষাতে আছে যেনো, কখন আসবে আমার পালা
যদিও আমি চলছি লড়ে, হাসপাতালকে যাচ্ছি ছেড়ে।


হিসেব করে কদম ফেলা, হিসেক করে সবজি বা তেল
মাছ মাংস গলিয়ে দেবে, দেহে নেই সে জারক অঢেল
ডাক্তার সা’ব ভালবাসেন, যাতায়াতে সখ্য গড়া
তবুও ছেড়ে যেতে হবেই আযরাইল সা’ব বসলে গেড়ে।।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
২৩ জানুয়ারি, ২০১৬; শনিবার; ১০ মাঘ ১৪২২//ঢাকা।