তারা এসেছে, ফিরেও যাবে, খেলবে ক’দিন
আমার সবুজ কোমল জলে, বাধাহীন জলকেলী;
জলজ সবুজ শৈবাল আর পঙ্কজ প্রাণে ক’দিন চলবে
উচ্ছ্বসিত ভোজবাজী, আর পরিপূর্ণ প্রজনন
স্বদেশী-বিদেশী অথবা কেবলই বিজাতীয়-বিজাতীয়।
আমার দেশী অবহেলিত মন ও শরীর কেবলই কুণ্ঠিত,
যতটা প্রভূতোষণে ব্যস্ত, তার কিছুটাও নেই
এ মাটির সন্তান লালনে-এমনই মনের খেলা।


তারা আসে, খায়, শরীরে শান্তি প্রজননে শক্তি পায়,
ডানায় জোর বাড়ে, তারপর হাওয়ায় মিলায় ডানা,
দূর পাড়ি পথে ঢেউ তুলে এগিয়ে যায় দূর পথে
কিছু কি রেখে যায় আমার জন্য, হাকালুকির বুকে?


যারা শিকার করে পরিযায়ীদের তাদের কি দুষ্ট বলবো,
নাকি যারা এদর লালন করতে শিখায়, তারা?


পরিযায়ী তোমাকে যারা লালন করতে শিখালো
তারা কি আমার মতোই বুকের দেরাজে সাজায়
শস্যদানা তোমার জন্য, যখন ফিরে যাবে নিজভূমে,
নাকি তোমাকে তুলে নেবে পাতে আস্ত রোস্ট,
নাদুস-নুদুস নধর গোল-গাল মুচমুচে দেহ!!
যাবার আগে একবার ভেবে দেখ, জবাব দিয়ে যাও।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
২৮ জানুয়ারি ২০১৬; বৃহস্পতিবার; ১৫ মাঘ ১৪২২//ঢাকা।