কী করবো আজ
হাতে অনেক কাজ
                    কিন্তু সময় নাই
সকাল দুপুর রাতে
আকাশ নীলের সাথে
                    স্বপ্ন বাঁধি তাই।


চেয়ে থাকি কুয়াশায় আর ঝাপসা দেখি সব
বুকের গহীন খাতে শুনি অপার্থিব সে কলরব
চোখেরও এক কোণায় দেখি জমে আছে পানি
জানি না এই মনটা এখন পাচ্ছে কি অনুভব!


হঠাৎ শব্দ শুনি
শুনেই প্রমাদ গুণি
                    কেউ শোনে না তা
কী ঘটছে কোথায়
হৃদয় তা টের পায়
                     দেহ তা শোনে না।


সবার কাছেই এমন কি হয় বলতে কি তা পারো?
নাকি সেটা আমার গলায় আধগেলা এক গেরো!
আটকে গেছে এই বয়সের শেষ সন্ধ্যার শেষ গানে
ভালোবাসা ছড়িয়ে গেছে অস্তাচলের অমোঘ টানে।।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
২৯ জানুয়ারি, ২০১৬; শুক্রবার; ১৬ মাঘ ১৪২২//ঢাকা।