আমাদের এই বাংলায়
বার বার আসে মীর জাফর আর
মোশতাক ফলে হায়,
যুদ্ধে মরে বীর যোদ্ধা আর
ভিক্ষার ঝুলি বায়।
আমাদের এই বাংলায়
ঝড়ে উড়ে যায় ঘর দোর আর
জঞ্জাল রেখে যায়,
বর্জ্যে ভরে প্রতি অলি গলি, ফুল
বাগানেই মরে যায়।


আমাদের এই বাংলায়
রোগে শোকে মরে আসমানী আর
মীর কাসেম বেঁচে থাকে,
আস্তিন তলে ছোরা নিয়ে ঘোরে
আমাদের আশে পাশে।
আমাদের এই বাংলায়
লুঙ্গী-বদনা চুরি করে জেলে,
ব্যাঙ্ক চোরাকে সিআইপি ডাকে,
যাদের ঝরেনি গোপন কেশাগ্র
তাদের জন্য অপেক্ষায় থাকে।


০৮ ফেব্রুয়ারি ২০১৬; সোমবার; ২৬ মাঘ ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।