গাছগুলো কেবল একটু সাড়া দিচ্ছে, ছড়াচ্ছে হাত-পা
হাওয়া ছড়াচ্ছে কচি কাঁচা মৌতাত, অল্প বিস্তর
পাতায় কেবল জাগছে প্রাণ, যদিও এখনও ঘুম ভাঙ্গেনি
দু’পাশে বৃক্ষ সারি, হাঁটছি, তখন বিকেল বেলা।
হাওয়া এসে বলে গেল আরেক ফাল্গুন আসি আসি করছে।


আবার পেরিয়ে যাচ্ছে জীবন-গ্রন্থের আরেকটি উন্মাতাল পাতা;
আরেকবার পূর্ণ জীবন এসে দেখিয়ে যাবে মরা খরা নদীর
কাব্য,
আরেকবার মুঠো মুঠে ঝরা পাতার মালা সাজিয়ে রাখবো
ডায়েরীর মতো রুক্ষ্মতার কথকতা।


স্ফুরিত সময়।।