জানালার পাশে আমের গাছের শাখায় মুকুলের দেখা
কেমন ডগমগিয়ে বেড়ে উঠছে, অবোধ শিশুর মুখ যেন,
নির্বাক নিষ্কলুষ হাসি, আমার লেখার টেবিলের সামনে
যেন চেয়ে আছে, কিছু বলতে চায়। কথা হয় না।
শিশু আমের মুকুল, ধীরে ধীরে বয়সের পাতা ওল্টায়
ফুলের ফাঁকে ফাঁকে জেগে ওঠে শিশুর বোল, আমের বোল
তারপর আবার স্থির হয়, নিবিড় প্রতীক্ষা আম পর্যন্ত যাত্রা।


মাঘের অাধো শীত আধো উষ্ণতা পেরিয়ে
ফাগুনের হাওয়ায় নাচন জাগছে আমের বোলে,
অবাক শিহরণ, পাতায় ধুলোর আয়েশী আস্তর, বিস্তর
শব্দসমুদ্র এই নগরে, এই একচিলতে সময়ের বারান্দায়
দাঁড়িয়ে, এটাই আমার নৈঃশব্দ মন্থন, হে মন্থরা।
তবু ভালোবাসা ছড়ায় সৌরভ কিশোর আমের বোলে
তবু আনন্দ জাগে ফাল্গুনে সহস্র কোরক খুলে।


স্ফুরিত সময়, ১ ফাগুন ১৪২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
ঢাকা।