মাঠ বদলায়, পাট বদলায়, জলের তলে মাছ বদলায়
সোজন বেদের ঘাট বদলায়, নক্‌শী কাঁথার মাঠ বদলায়
ইচ্ছে ফোড়ন সাজিয়ে দিয়ে স্বপ্নগুলোর ঠাট বদলায়
হাসতে হাসতে দুঃখ নদী, পাশ ফিরে যায়, আড় বদলায়।


আশার পাশে ভাষার পাশে হরেক নতুন শব্দ ভাসে
ভাসতে ভাসতে মনের ভিতর নতুন বসত গেড়ে বসে
সে সব শব্দ বুকের কাছে একটু করে কষ্ট বাড়ায়
কেউ নেই তার আশে পাশে সাহসে বুক চিতিয়ে দাঁড়ায়।


ক্ষণ বদলায়, মন বদলায়, পলাশ শিমুল রং বদলায়
সবুজ মাঠের বুকের উপর নরোম মাটির ধন বদলায়
ফাগুন চৈত্র, অহোরাত্র কতকিছুই বদলিয়ে যায়
অনেক রকম বদল হলেও আসল বদল না বদলায়।


কাঠবাদামের গাছের শাখায় কাঠবিড়ালী তরতরিয়ে
ছুটছে দেখি অপলকে, কেন ছুটছে দেখছি চেয়ে?
কেন পালক ঝরছে পাখির, খোলস ছাড়ছে সর্পকূলে
যা দেখার তা রয়েই যাচ্ছে লোকচক্ষুর অন্তরালে।


হতো যদি অদল বদল আমার এবং পিতামহের
জীবন-যাপন অভিজ্ঞতা, ভালবাসা এবং দ্রোহের
বদলে যদি যেতো প্রিয় রাজহংসীর শুভ্র ডানা
সেই বদলকে আলিঙ্গনে জড়িয়ে নেয়ায় ভাংতো মানা।


আসুক বদল পৌষ পেরনো, হঠাৎ মাঠের তপ্ত হওয়া
এখন যেমন ভিজছে নিদাঘ, গভীর জলে শস্য পাওয়া
আসুক কৃষক বিশ্বপুঁজির মুখোমুখি বজ্রহাতে
সেই বদলকে জড়াতে চাই, আমার ভাঙ্গা বুকের সাথে।।


১৬ ফেব্রুয়ারি ২০১৬; মঙ্গলবার; ০৪ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়; ঢাকা।।