১.


আমার কল্লা তোমার কল্লা
বাঁচিয়ে রাখবে বাঁশের কেল্লা,
আমার কলম তোমার কলম
খোঁচাবে কান, হবে বল্লম।


আমার মেধা তোমার মেধা
জন্ম দেবে আজন্ম গাধা,
আমার সাহস তোমার সাহস
টেস্টটিউবে এখন বেহুঁশ।


আমার স্বাধীন আমার মুক্তি
ঘুমিয়ে আছে অতল তলে
আমার চেতন আমার মনন
প্রকাশ পাবে পুলিশ চাইলে।


আমার শব্দ আমার বাক্য
শৃঙ্খলিত সময় ফেরে
পিছন পথে হেঁটে আবার
ফিরে যাচ্ছি পুরান ঘেরে।।


২.


ন্যাংটো পুটোর দলে যখন
নারীর শরীর মাজন করে
পুলিশ ভায়া দাঁড়িয়ে তখন
ভবের মায়ায় গাঁজন ধরে।


চোখের সামনে মরে খালাস
অভিজিত বা টুটুল মুটুল
পুলিশ তখন বংশী বাদক
তার পিছনে ইঁদুর সকল।


এই হ্যামিলন ইঁদুর পোষে
আপন কালো জেবের ভিতর
খাবার দিয়ে গুষ্ঠি পোষে
গুষ্ঠি চালায় কটর কটর।


এবার সময় বংশীসমেত
বংশী বাদক, নেংটি গুলা
বঙ্গোপসাগরের ভেতর
ফেলতে হবে আপন ভোলা।


৩.


এ ঘোর থেকে বেঘোর হলে
বাঁচাবে কে বাঙ্গালীকে
আবার জাগো ও বাঙ্গালী
বাঁচাও নতুন প্রজন্মকে।।


১৮ ফেব্রুযারি ২০১৬; বৃহস্পতিবার; ০৬ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়// ঢাকা।