আমার ভাষা তোমার ভাষা
দিনমজুর আর চাষীর ভাষা
আমার ভাষা তোমার ভাষা
মুচি মেথর শ্রেণির ভাষা।
আমার ভাষা তোমার ভাষা
রিকশাওয়ালার মুখের ভাষা
আমার ভাষা তোমার ভাষা
মরে যাচ্ছে বাঁচার আশা।


মক্তব আর মাদরাসাতে
আমার ভাষা হিন্দুয়ানী
কিন্ডার গার্টেন স্কুলেতে
বাংলা ভাষা অচল ‘আনি’।
ইংরেজী বা কওমী টোলে
কথা চলে ভিন্ন বোলে
বাংলাদেশে ক্যাডেট কলেজ
ইংরেজী মাধ্যমে চলে।


নতুন প্রসব বেসরকারী
ইউনি ভারসিটিগুলো
বাংলা দিলো নির্বাসনে
ইংরেজী মাধ্যমে হলো
ইংরেজী না জানালে ছেলে
স্কুলেতে আন্ডা গেলে
ভুল-ভাল বা আবোল তাবোল
বলতে হবে পরের বোলে।


সাবাস সাবাস সালাম রফিক
সাবাস শফিউল জব্বার
সাবাস গাজীউল বা রফিক
সাবাস মতীন হও জেরবার।
ভাষার জন্য লড়াই করে
পেয়েছে এই মাতৃভাষা
এই ভাষারই মানুষ আজকে
চায় না বাংলা মুখের ভাষা।


হিন্দী ছবি সিরিয়ালকে
খাদ্য মানে, হজমী খাই
মাখরাজসহ আরবী
বলে পরম আনন্দ পাই।
ইংরেজীতে পাঠিয়ে ছেলে
স্বপ্ন দেখি বিশ্ববাজার
খুলে গেছে চোখের সামনে
ছেলে এখন মুক্ত বাজার।


সঙ্গীতে বা মুভিতে চাই
য়ুয়োরোপ বা এ্যামেরিকা
নিউজীল্যান্ড ক্যানাডাও চলে
নয় সুইডেন, ছুটবে একা।
আরবী জানা থাকলে হবে
মধ্যপ্রাচ্যে শ্রমিক বা দাস
তাতেও আসবে পয়সা অনেক
বাংলা জেনে সমূলে বাঁশ।


যাদের আছে হাজার কোটি
সুইস বা অন্য ব্যাংকে
তাদের জন্য বিশেষ করে
সুইস ভাষাই শিখতে হবে।
আর যারা ভাই বাংলা ভোদাই
বাংলা ভাষায় বাংলাদেশে
পড়ছি শিখছি ভালবাসছি
বাংলা ভাষায় যাচ্ছি ভেসে।


বাংলা ভাষা আজকে দিনে
হারিয়েছে মান সম্মান
গরীব গুর্বো খেটে খাওয়া
মানুষজনই ।ভাষার প্রাণ।
মন্ত্রী আমলা জেনারেল বা
ব্যবসা যাদের মগজ জুড়ে
বাংলা তারা ফ্ল্যাশ করেছে
স্বভাষ থেকে অনেক দূরে।


এই সমাজের নিচু তলার
বাংলাভাষী বাঙ্গালীরা
বাংলাদেশের রক্ষা সেনা
তাদের হাতেই এদেশ গড়া।
বাংলা ভাষায় আজও যারা
গাইছে গান বা বলছে কথা
তাদের হাতেই এই ভাষা বা
এদেশ পাবে মান মর্যাদা।


২১ ফেব্রুয়ারি ২০১৬; রবিবার; ০৯ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাক।