আজ আলো নেভার দিন
যে ছিল অভিজিত, সে আসলেই সত্য জয়ী
ধীরে ধীরে শুকিয়ে গেছে রক্ত দাগ
একবছরেই হারিয়ে গেছে চিহ্ন, তবু
চিন্তার জগতে সে নয় অবক্ষয়ী।


এটাই তো শেষ নয়, এর পর গেছে দীপন
এবং আরো কিছু মুখ ও মাথা এবং যজ্ঞেশ্বর
তবু আমরা অবিচল আছি, প্রতিক্রিয়াহীন;
আমরা এখন অনেক বেশি মুসলমান, যুদ্ধবাজ
অনেক বেশি ঐতিহাসিক রক্তক্ষয়ী।


শান্তি সুদূর পরাহত, সমাজ মানস বিক্ষত
অবিনাশী খর্জ্জুর কাঁটা বিদ্ধ করে মনন অবিরত
মরুর বালিয়াড়ি আজ বড় বেশি মন টানে
নৌকা বাইজের ছলাৎছল ছাপিয়ে আজ
সাফারির উষরতা বড় বেশি স্বর্ণজয়ী!!


২৬ ফেব্রুয়ারি ২০১৬; শুক্রবার; ১৪ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।