বাবা, তোমার রেখে যাওয়া পায়ের ছাপে
বিলীন হচ্ছে পা আমার, একাকার
কার পা কোনটি বুঝা যাচ্ছে না কোনমতে।
পৃথক করতে পারছি না আমার বিশ্বাস
যা ছিল নিজের, এতদিন ভেবেছি,
এখন দেখছি পিতা ভিন্ন আর কোন অস্তিত্ব
আমার থাকছে না, তোমাতে বিলীন
আমার স্বকীয়তা, যা পিতা তাই পুত্র।


যতটা ভালবাসা মুখে, কাজের গভীরে ডুবে
দেখছি ভালবাসা অবিভেদ্য-সীমারেখাহীন
তোমার অঙ্কিত পদরেখার বাইরে
আমার চিন্তার কোন নিজস্ব রেখা নেই।
এ কী ভালবাসার শক্তি নাকি
অচ্ছেদ্যতার আরেক রূপ, নিজেকে প্রশ্ন করি।
তোমার ভুলগুলোও যেন আমার হয়ে যাচ্ছে
তোমার অবিশ্বাসগুলোর উত্তরাধিকারও যেন
আমি নতমস্তকে ধারণ ও বহন করে চলেছি।


বাবা, আমাকে অদৃশ্যলোক হতে
স্রষ্টার কাছ থেকে শক্তি এনে দাও, যাতে
তোমার ভুলগুলোকে ফুলে আর অবিশ্বাসগুলোকে
আস্থায় পরিণত করতে পারি, নির্দ্বিধায়।


০১ মার্চ  ২০১৬, মঙ্গলবার; ১৮ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।