কখনো লেখা হয়নি তার কথা, আসলে এমনই হয়
হাতের তালুতে লেখা ইতিবৃত্ত ক’জন পড়ে
একঝলক তাকিয়েই দৃষ্টি চলে যায় অন্য লক্ষ্যে,
অথচ যে কথাগুলো লেখা আছে নিজের করপুটে
তাকেই দেখিনা আপন করে, আত্মভোলা মানুষ।


মা, পাথরের মতো সহ্য ক্ষমতা আর
তাপসের মতো ধ্যানমগ্নতা নিয়ে স্থির লক্ষ্যে
এগিয়ে যান সন্ততিকে আগলে রেখে দুর্যোগ থেকে;
প্রতিকারহীন-প্রতিদানহীন তাঁর সেবা ও একাগ্রতা,
মা আছেন বলেই আমরা আছি, স্বস্বার্থে বেহুঁশ।


মা তোমাকে নিয়ে লেখা হয়না তার হয়তো
আরো কারণ আছে, প্রতিদিনের টানাপোড়েন আর
দিনযাপনের ব্যস্ততার চাপে অথবা খুব কাছে আছো
বুঝতে পারি না তাই আলোহীনতার কষ্টকথা, তবু
ভালবাসা গভীরে প্রোথিত, প্রাত্যহিক অনুভবে বুঁদ।।


০২ মার্চ ২০১৬; বুধবার; ১৯ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।