খেলার ভিতর


ছিল আমার ধনুক ভাঙ্গা পণ
মনের ভিতর লুকিয়ে আছে,
খেলার সুযোগ আসবে যে কখন!
বিশ্বকাপকে বুকের ভিতর রেখে
গুছিয়ে সাজিয়ে আজ নেমেছি
হারিয়ে দেবো তাকে শীর্ষ থেকে।


ভাগ্য যদি সহায় হতো আজ
জিতে যদি মুন্ডু পেতাম টসে
হয়তো খেলায় হতাম নতুন রাজ!
এমন কপাল হয়নি আমার তাই
বাংলাদেশের বাঘের বাচ্চা
লড়াই করে জিততে হবে ভাই।


প্রথম অংশ শেষে


সৌম্য এলো সীমানাকে ছুঁয়ে
কিন্তু গেলো সবার আগে চলে
তামিম গেল অথর্বতাকে রুয়ে
যথারীতি সাকিব তামিম জোড়া
চলে গেল আকাশ ছোঁয়া বলে
ভাবেনি রে দলটা হচ্ছে খোঁড়া।


মুশফিকের ব্যাটিং করা দেখে
মনে হবে প্র্যাকটিস ম্যাচ শেষে
নতুন শপথ দেশেই যাবে রেখে
এসব দেখে সাব্বির কী কম যায়
আকাশ ছুঁতে উড়িয়ে চলে বল
গ্যালারীতে দর্শক ভয় পায়।


ভয়টা শেষে সত্যি হয়ে ভাসে
মুশফিক যায় অনাবশ্যক ক্লেশে
দুর্ভাবনায় কপালে ঘাম আসে।
ক্যাপ্টেন তাই আফ্রিদীর পথ ধরে
উড়িয়ে বলকে ফিরে সে সাজঘরে
আশার কথা সাব্বির হাল ধরে।


এমন যুদ্ধে জিতেই রেখো মান
না হয় যেন ব্যর্থ এ দিন গোণা
মাহমুদুল্লাহ চালাও ব্যাটের বান।
আর মাত্র বারোটি বল যদি
খেলতে পারো সর্বোচ্চ দিয়ে
বিজয় আসবে হয়ে অভ্রভেদী!!


দর্শনীয় কয়েক ছক্কা মারো
মারো কিছু সীমা ঘেঁষা বল
এসব দিয়ে বাড়াও মনের বল।
শেষ ওভারে চালাও ঝড়ের গতি
রানটাকে নাও একশ’ তিরিশ ছুঁয়ে
সেটাই হবে জেতার অরুন্ধতি।


দ্বিতীয় অংশ বিস্তার


হচ্ছে খেলা চেষ্টা ভীষণ ভালো
একটা গেলো রাগে শর্মা তিনি
সীমা ছোয়া বল ফেরানোও হলো।
চার হতে যেই মারবে শেখর ধাওয়ান
অমনি তারে ফেলতে হবে ফাঁদে
না হয় ভিরাট কোহলীকে খাওয়ান।


আল আমীন বা তাসকীন ও রনি
যত্ন করে ছুঁড়তে হবে গোলা
হাতে আনো লক্ষ কোটি মণি।
ক্যাচ মিস তো ম্যাচ মিস সব জানো
ফিল্ডিং টা হচ্ছেনা ঠিক মানে
বলগুলোকে হাতের গ্রীপে আনো।


নয়টি বলে তেইশটি রান পাওয়া
নয় তো সেটা চাট্টিখানি কথা
বলের ফিছে হচ্ছে না ঠিক ধাওয়া।
উইকেট সব পুড়ছে খরার তাপে
বল চলছে আপন গতি নিয়ে
সীমা পেরোয়, আসছে না ঠিক মাপে।


নাসির নাসির গড়ো প্রাচীর ক্রিজে
রানের বন্যা থামাও ক্যারিশমাতে
দর্শক চোখ উঠছে জলে ভিজে!
ছক্কা যখন অক্কা ডেকে আনে
কেমন করে থাকি ঠান্ডা মাথায়
উইকেট বধ ঘটাও পরিত্রাণে!!


ওরে ছোঁড়া মরছি বাছা শোন
খেলার মধ্যে লাগা না তোর মন
এমন করে ভেঙ্গে দিস না রণ!!
তাহলে কী বন্ধ করবো খাতা
কী হবে এই খেলা দেখে ছাতা
মুড়িয়ে যখন দিবি জাতির মাথা!


অনেক পরে ধাওয়ান খেলো ধরা
যখন দেখি সোঁদর বসুন্ধরা
তবুও থাকি ভয়ের বৃত্তে ঘেরা।
নিয়ন্ত্রণে আনতে যদি রান
আশা তবু থাকতো বুকের কাছে
এখন আমার উঠছে উপ্‌রি টান।


সব শেষে


স্বপ্ন ছিল মধুর প্রতিশোধ
স্বপ্ন আমার স্বপ্ন রয়ে গেল
হলো না আর ক্রিকেট মোড়ল বধ।
হলো না শেষ অপেক্ষার এ পালা,
হৃদয়টা তো হলোই ঝালাফালা;
তারচে ভালো আমায় মাইরা ফালা!।