সহো সহো সহ্য করো নীরব অনিচ্ছাতে
নারী তোমার একার নয় এ অমোঘ বিধিলিপি
তোমার মতো আমারও হয় যখন প্রতি রাতে
স্বপ্ন সকল রাতের আকাশ গ্রাস করে জলপিপি।


আমার বুকেও দারুণ আগুন পুড়ে কয়লা ছাই
হৃদপিন্ড মজ্জা মগজ পুরষ হবার অহম
আমার অহম আমাকেই তো পাহারা দিতে হয়
নিজের সাহস বিশ্বাসকে নিত্য শোনাই নজ্‌ম্‌।


নারী কিংবা পুরুষ বলো সবাই মানুষ জাতি
যেদিন বুঝব সেদিন হবো সৃষ্টি শ্রেষ্ঠ জীব
নারীবাদ বা পুরুষবাদ হোক আসলে বরবাদ
ভালবাসা সম্মান ছাড়া আসলে সব ক্লীব।।


০৯ মার্চ ২০১৬; বুধবার; ২৬ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়; অফিস//ঢাকা