অনাহারী কবি মারা গেছেন, এখন
তাঁর কবরে উঠবে চাঁদোয়া
যারা খুব ভালবাসেন তাঁকে, তারা
কিছু সুগন্ধী ছড়াবেন আর তেলাওয়াত শোনাবেন
আত্মার বন্ধনে যারা আবদ্ধ
চোখের বানে ভেসে ভেসে নিশ্চয়ই
কোন উপকণ্ঠে পৌঁছবেন, কিন্তু
যা ক্ষতি হবার হয়ে গেল, তার আর পুরবে না।


হ্যাঁ, আমি কবি রফিক আজাদের কথা বলছি
নলঝিরি বা বিরিশিরি তাকে কিন্তু
নতুন সৃজনে নাড়াতে পারেনি একচুলও;
এরশাদ-খালেদা-হাসিনা, কোন কালেই
তার কলমে আর নিরন্নের কান্না শুনিনি,
আসলে ততদিনে আমরা
নিরন্নের পকেটে পুরে দিয়েছি
সবুজ (মানে কাঁচা) পয়সা আর স্মার্ট ফোন,
ভাতের গন্ধ এখন কেবল
হাঁড়ির আসে পাশে ভাসে, ক্ষুধিতরা এখন
ফেসবুকে লাইক দেয়, আর মাঝে মধ্যে
সহজলভ্য ইউটিউবে....কী জানি সব দ্যাখে;
ক্ষুধার কথা অতোটা মনে থাকে না,
টেরও পায় না, আর ইয়াবা সাহেব তো আছেনই
এক সেবনেই কত রাত ক্ষুধা-নিদ্রা-চাহিদাহীন।


মানচিত্র আর খেতে হবে না কবিকে,
মানচিত্র এখন আধেক জল আধেক ডাঙ্গা,
এখন খেতে চাইলে পানও করতে চাইতে হবে
নিজের ভিতরে ভরাতে হবে অসীম নীল
জলের নীল, আকাশের নীল, মনের নীল।
কবি তাই চলেই গেলেন.....এত নীল সয় না!!
........................................................
এটি‘‘প্রয়াত কবি রফিক আজাদ শ্রদ্ধাস্পদেষু’’র জন্য।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


১২ মার্চ ২০১৬; শনিবার; ২৯ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।